by আরিফুর রহমান

যোগ দিন আমাদের সাথে

আল্লাহর মহান দ্বীন তথা ইসলামের পূর্ণ প্রতিষ্ঠার জন্য ইসলামের মূল তিন কাজ তা’লীমে দ্বীন (দ্বীনের শিক্ষা), তাবলীগে দ্বীন (দ্বীনের দাওয়াত), তাগলীবে দ্বীন (দ্বীনকে বিজয়ী করা) সমাজে চালু থাকা জরুরী। তা’লীম ও তাবলীগে দ্বীনের পাশাপাশি দ্বীনের পূর্ণাঙ্গ বিজয়ের লক্ষে বাংলাদেশ খেলাফত যুব মজলিস মানব জীবনের চার স্তরে মহান আল্লাহর দ্বীনকে বিজয়ী করতে চায়:

ক) ব্যক্তি জীবনে আল্লাহর হুকুমকে প্রাধান্য দেয়ার মাধ্যমে দ্বীন বিজয়ী হওয়ার প্রথম স্তর।

খ) সমষ্টিগত ও জামাতবদ্ধ জীবনে আল্লাহর হুকুম পালনের মাধ্যমে দ্ধীন বিজয়ী হওয়ার দ্বিতীয় স্তর।

গ) খোদাদ্রোহী বিধি-বিধান ও দ্বীনবিরোধী কর্মকান্ডের বিরুদ্ধে কার্যকর প্রতিরোধ গড়ে তোলার মাধ্যমে দ্বীন বিজয়ী হওয়ার তৃতীয় স্তর।

ঘ) রাষ্ট্র ব্যবস্থায় খেলাফত কায়েমের মাধ্যমে দ্বীন বিজয়ী হওয়ার চুড়ান্ত ও চতুর্থ স্তর।

আল্লাহর দ্বীনকে বিজয়ী করার লক্ষে বাংলাদেশ খেলাফত যুব মজলিস ঘোষিত কর্মসূচীর সাথে আমি একাত্মতা পোষন করছি এবং এ কাজে শরীক হওয়ার প্রত্যয় ঘোষণা করছি। আল্লাহ কবুল করুন। আমিন।।

স্থায়ী ঠিকানা